কে তুমি
কপালে লাল হলুদ সাদা টিপ বা দড়ি গলায় প্রমান না দিলেও আমি জন্ম হিন্দু । গরু শোর খাই বা না খাই আমি হিন্দু । জাত পাত মানতে চাই না তবুও - - । পান থেকে চুন খসলে পরুত~ ডাকি না তবুও - - । মোদি বড় হিন্দু আর আমি ছোট হিন্দু নই । লাঠি ঠুকে মরালীটি শেখাতে আসছে যারা তারা কেমন হিন্দু ? হিন্দু তো ? সংস্কৃত বা হিন্দি কপচানর সঙ্গে হিন্দুত্বে যোগা যোগ চেষ্টা করেন কেউ কেউ । আমি আগে মানুষ পরে হিন্দু । তুমি কি ?
No comments:
Post a Comment