লাইফ বিগিন্স অ্যাট
জীবনটা নাকি এক ঋণ
মাটি জল বাতাসের কাছে
শোধ হয় না যা কোনদিন
নে দায় খামকা নিতে আছে ?
অযাচিত এই উপহার
মিলে গেছে অপরূপ সাজে
খোলা গেলে সবকটা দ্বার
অমৃতেরও আশ্বাস আছে।
বাঁচে যারা আঁকড়িয়ে প্রথা
খুঁজুক না ষাটে জানগুরু
শোনা যায় এমনও তো কথা-
ষাটেই এ জীবনের শুরু।
ছড়িয়ে যা গেছে হাটে মাঠে
হয়তো কিছু বা পাগলামি
যে জীবন শুরু হয় ষাটে
গোটাটাই তার ভারি দামী।
-সুবাস
২৮.০২.২০১৪
জীবনটা কবে যে সুরু কে জানে, অমৃত বা গড়ল ভেদাভেদ বুঝি কি? কখনো মনে হয় জীবনটাকে বড়ই শক্ত করে আঁকরে আছি তাই জীবন শুরুই হলো না ; big hollow. আজেবাজে বকছি ।
আছে আছে বাড়ীর দক্ষিণে অন্যের বাতাবি লেবু গাছে ফুল আছে । আমার জীবনে সুবাস আছে ।
No comments:
Post a Comment