If you are to continue in this spag (spam + blog) u may have to download Bengali fonts from http://www.omicronlab.com/ to read this blog. Includes wrong ideas and nothing original; this blog is full of errors, narrative/grammatical and spelling. This one is unhealthy for young persons.

Thursday, September 5, 2013

আমাদের কথা

আমরা জীব। তারপর আমরা মানুষ। অনেকটাই আমাদের মত একদল জীবেরা ছিলেন, নিয়েন্ডারথাল, এমন খোঁজ আমাদের আছে। আমরা বুঝে ওঠার আগেই, আমাদের অস্তিত্বের চাপেই মনে হয়, নির্বংশ হলেন। তাঁরাও হয়তো আগুন ব্যবহার করে ছিলেন, এমত আছে। কিন্তু ক্রমশঃ আমরা সম্পূর্ণ আগুন বা শক্তি নির্ভর জীব হয়ে গেছি। অন্যান্য জীবের মত বাহু শক্তির ব্যবহার আছে, অনেক বেশি অন্যান্য শক্তি গুলির ব্যবহার বা প্রয়োগ আমাদের দৈনন্দিন জীবনে। বলাটা ঠিক হলোনা। জীবের শরীরে অনেক শক্তি কাজ করে।মানুষ বাদে অন্য জীবের স্বইচ্ছায় তা অন্যত্র ব্যবহার করার দখলদারি নেই।

সুক্ষ পাথুরে যন্ত্র, আগুন তথা রান্না এবং কিঞ্চিৎ উদ্ভিদ বিদ্যা মানুষের চোয়াল আরাম পেলো। খাবার ছোট টুকরো আর নরম। মস্তিষ্কে হ্যামারিং, কমে গেল, খাওয়া দাওয়ায় চোয়াল কম শক্ত হলে চলে। চোয়াল ছোট হওয়ায় ঘিলুর জায়গা বেড়ে গেলো । ভাষা সুক্ষ হতে থাকল।


মস্তিষ্ক বৃদ্ধি অর তারপর ভাষা সুক্ষ হওয়া কালেক্টিভ চিন্তা ভাবনা সময় এসে গেলো। দল বেঁধে সিকার করতাম। এখন যৌথ চিন্তা, অতীত বর্তমান ভবিষ্যৎ, আমরা অন্য জীবেদের থেকে অনেক আলাদা হয় গেলাম। আয়নায় নিজেদের ডান দিক বাম দিক চিনতে পারি । মস্তিষ্ক দ্রুত বৃদ্ধি সংগে বিজ্ঞান প্রযুক্তির অনগ্রসরতা, যৌথ চিন্তা উদ্ভূত অনেক প্রশ্নের উত্তর অমিল। এদিকে বোঝা সহজ, অচেনা প্রকৃতি সহায় হলে জীবন সুখের। প্রিয়জনের কাছে চাইলে পাওয়া যায় । তাই আকাশ, মেঘ, সূর্য্য, হাওয়া, জল, আগুন, পাহাড়, গাছ, মাছ, পশু ইত্যাদি সবার কাছে চাওয়া সুরু হলো 'ভালো রেখো' । সব প্রার্থনা মেটেনি, তাই দালাল ধরার চেষ্টা । ক্রমশঃ দেব দেবী ভগবান পুরুত পাদ্রী সংস্কার বা সংসার বড় হয়ে প্রথিষ্ঠান এখন অতি বৃহৎ । এত কিছুর একটা সুফল ভাষার অগ্রসর।


Development of liturgical languages.


Whenever or wherever we are unable to find an answer to some problem or natural phenomena we try to hedge in religion till today. Religion encourages strong beliefs, no argument please. Often illogic is logic.


Youngest of all religions is belief in communism. There is no place for god in it though. Most young and highly popular religion among believers in the All Mighty is Islam. There were many type of gods and deities before Islam. So while reading Koran innumerable times one have to promise to believe only one god that will come in mind after reading Koran.


Boodhooram is a born Hindu. People say Hinduism as religion. Boodhooram thinks Hinduism is a cocktail of religions and cultures of South Asia. Jainism, Buddhism etc are religion without disputes originated in this place south Asia. Boodhooram is cast in caste during birth. Caste-ism is a very old ill for Hinduism. This collective ill is the cause of collective suffering.


Eradication of small pox or polio from world population is easier than eradication of caste-ism in Hindu community. 

No comments:

Post a Comment

Blog Archive

About Me

My Blog List