মানুষ্য সমাজে বার্ধক্য/জড়া প্রকট প্রাচূর্য্য, কারণ বিজ্ঞান ও প্রযুক্তি। জীবন লম্বা হয়েছে। এত মানুষের এত লম্বা জীবনের জন্য প্রকৃতি তৈরি নয় । বুদ্ধু নিজেও ক্লুলেস।
অবসর/নির্বাসন প্রথম মাস শেষের দিকে। বন্ধুরা অনেকটা (বান্ধবীরা অতটা না) সঙ্গ দেয়ার চেষ্টা করেছে সাধ্যমত। তবে এই মাসটা টেল-টেল অফ ব্রেইন বইটি সময় শুষে নিয়েছে বা নিচ্ছে। সময়াতিরিক্ততার অত্যাচার সহ্য করিনি। ধন্যবাদ রামচন্দ্রন লেখক বাবুকে । পরের মাসের খাদ্য কি? এখনই খুঁজতে হবে।
কৃতজ্ঞতা স্বীকার ; রুমা গত শনিবার গানের ডালি উপহার দিয়েছিল লিনাহীরুর আথিতেয়তায় । মনে রাখার। আর দেশের ফাদার দ্যতিয়েন এর গদ্য ছন্দ।
No comments:
Post a Comment