কখনো কখনও গল্প সত্যি হয়, অনেক সময় সবটা না হলেও কিছুটা। আবার, অভিজ্ঞতা থেকে, বিজ্ঞান বইতেও কিছু অসত্য থাকার সম্ভাবনা থাকে। পাতার সাদাটা কমে গেলে সন্দিগ্ধ থাকতে হয়। বিজ্ঞান প্রযুক্তি বই এর বাইরে অসত্য মনে হয় সবটাই ফেলনা নয়।
জানিনা।
আমি কোন উইল করি নি। পদ্ধতি এবং খরচ জানা নেই। কারন হয়তোবা বিশ্বাস করি অপেক্ষা করতে হবে, বহুদিন, মৃত্যুর। জানা আছে?
নতুন ডাক্তার মৃত্যু এবং নবজন্ম দুটোই ভীষণ কাছে থেকে বোধ বা জ্ঞাত হতে থাকে। হসপিটালে অন্য কর্মীদেরো এমন বোধ আসতেই পারে যা খুব কম সাধারন মানুষ এর ঘটবে। রোগীর আসন্ন মৃত্যুর লক্ষণ ধরতে পারে অভিজ্ঞতা। রোগীনীর বা নারী গর্ভে নবজন্মের সূচনা তেমন ধরা যায়? অভিজ্ঞতা দিয়ে? জানিনা।
অনেক জানি, কত্ত জানি , যতই হোক অগুন্তি নয়। জানি না অথবা জানা নেই এর পরিমাপ হয় না।
No comments:
Post a Comment