বিবেক কেমন বড় হল।
বিবেক তুমি কি রেশন দোকানে জিনিস কিনেছ? আমিও বহু দিন যাই নি! তোমার আমার নামে চালু রেসন কার্ড আছে এবং প্রায় সপ্তাহে ব্যবহার করতে হয় রেসন দোকানে গিয়ে। ভর্তুকী যুক্ত নীল রং কেরসিন তোলা হয়। অন্য গল্প।
সিভিল ডিফেন্স ব্যবস্থা চালু রাখা প্রায় সব সরকার করেন সাধ্য মত, খরচ আছে বেশ। সৈনিকরা অনেকটাই সামাল দেন, ধন্যবাদ। কিন্তু রেসনের নামে ভারতে যে পরিমান খরচ হয়, বর্তমান ব্যবস্থায়, তার অনেকটাই অপচয় মাত্র। প্রত্যেক রেসন দোকানে নোটিস লটকে দেয়া রেসন কার্ডের ফাঁকা জায়গায় আধার নম্বর লেখা থাকতে হবে। অন্যথায় রেসন কার্ড ব্যবহার অস্থায়ী বন্ধ হতে পারে।
রেসন দেয়া তখনই আবশ্যক যখন সরকার বোঝেন অভাব ঘটেছে।অন্যথায় রেসন মুলতুবি করা অপরাধ নয়।
চলছে চলবে
No comments:
Post a Comment