আমি কি ইন্টার্নেট এডিক্ট?
কেনো বই লেখার ইচ্ছা জাগে ? আমার জাগে না , জানার ইচ্ছা মাত্র । নিজের ভাবনা গুলোর রেকর্ড রাখতে ডায়েরি রাখা হয় । ডায়রি পড়ে বানান ভুল ধরা পড়ার ভয় ডায়রি লিখিনি । আমার ব্লগ কেউ পড়ে না । তাই এখানে দুটি লাইন লিখি । অনেক ব্লগার , এবং অনেক পড়ুয়া পেলেও , বই না লিখে পারেন না কেউ কেউ। রহস্য। টাকার অফার পান এবং টাকার প্রয়োজনে লেখেন তাদের ব্যাপার অন্য ।
নিজের অজ্ঞানতার বহর জানাটা ও কি একটা অ্যাডিকশন হয় দাঁড়ায় !
No comments:
Post a Comment