বিজ্ঞান মনস্কতার প্রধান বীজ মন্ত্র, জানিনা, জানার চেষ্টা করি মাত্র।
আমাদের তথা ভারতের একটি বৃহৎ কালো অর্থ ব্যবস্থা আছে। পাকিস্তানের তেমন বৃহৎ কালো সৈন্যদল আছে। এই কালো দল ভারতের ভেতর বাইরে থেকে ভারতকে আঘাত করতে সক্ষম। আবার ভারতের কালো অর্থ ব্যবস্থার অনেক সূতো পাকিসতানের হাতে আছে। (পাকিস্তান সরকার চাইলে পারতে পারে হয়তো কালো সৈন্য দলকে সংযত করতে?!) ভারতের সুরক্ষার প্রথম ধাপ ভারতকে কালো ধন মুক্ত করা। ভারতের মানুষ, আমাদের এই কাজ করতে হবে এবং আমাদের সরকারকে এই কাজে বাধ্য করতে হবে। কালো ধন এবং হিসাব বহির্ভূত ধন সৃষ্টির প্রধান পথ ক্যাস কারেন্সি অতিরিক্ত ব্যবহার। কারেন্সি ব্যবস্থারমজাদার খবর যারা ক্যাশ কারেন্সি ব্যবহার বেশি করে তারা রক্ষণাবেক্ষণ খরচ কম দেয়। সুনাগরিক হিসাবে লেনদেন অনলাইন করতে শেখা জরুরি মনে করি। কিছুদুর এগিয়ে মনে হচ্ছে পারবো, কঠিন নয়।
No comments:
Post a Comment