প্রয়োজন হীন মানুষ আমি। আমার অনেকানেক মানুষকে প্রয়োজন। আমাকে প্রয়োজন কতোজনের, মনে হয় খুবই কম, মনে হয় এক দুই।
let us acknowledge difference between medicine and alternate medicine.
অসুধ খেলে বা চিকিৎসা নিলে অসুখবোধ কমতে পারে। যদি ডায়গনসিস এবং প্রগ্নসিস হয় অসুখ সারবে। না সারলে , অথবা সৎ সাহসী ডাক্তার নিজের অক্ষমতা স্বীকার করলে alternate medicine বিশ্বাস আমার আছেই।
অসুধ বাজারে আসার আগে কিছু পরীক্ষা (clinical trial) ইত্যাদি হয় যা দেশ বা বিদেশী নিয়ম মেনে করার কথা। alternate medicine বা practice, খুব বিপদজনক বা অস্বাচ্ছন্দ্য না দিলে, গৌরবময় অতীতের দোহাই দিয়েই চলে যায়।
মহৌষধি হরিদ্রা প্রবল বিশ্বাস আমার কিছু কম নেই, সহজ লভ্য হোমিওপ্যাথির মিষ্টি গুলিতে আস্থা গভীর, যদিও যোগব্যায়াম করি নি চাই অনেকে করে ভাল থাকুক। তবে অস্বিকার করতে পারব না এরা এখনো alternate medicine এর ভিতরেই আছে। যে কোন অসুখেই রোগীর সম্পূর্ণ অধিকার আছে চিকিৎসা না নেয়া তথা alternate medicine এর আওতায় থাকার। কখনও অসুখ মুক্তি ঘটেও, যে কারনেই হোক। সর্ব রোগ হারী মৃত্যতে ভরষা সর্বোপরি।
আমার মতে চিকিৎসার থেকেও ইম্পর্টেন্ট মনে হওয়া চিকিৎসা হচ্ছে। তাই অন্য চিকিৎসা অপরিহার্য্য।
let us acknowledge difference between medicine and alternate medicine.
অসুধ খেলে বা চিকিৎসা নিলে অসুখবোধ কমতে পারে। যদি ডায়গনসিস এবং প্রগ্নসিস হয় অসুখ সারবে। না সারলে , অথবা সৎ সাহসী ডাক্তার নিজের অক্ষমতা স্বীকার করলে alternate medicine বিশ্বাস আমার আছেই।
অসুধ বাজারে আসার আগে কিছু পরীক্ষা (clinical trial) ইত্যাদি হয় যা দেশ বা বিদেশী নিয়ম মেনে করার কথা। alternate medicine বা practice, খুব বিপদজনক বা অস্বাচ্ছন্দ্য না দিলে, গৌরবময় অতীতের দোহাই দিয়েই চলে যায়।
মহৌষধি হরিদ্রা প্রবল বিশ্বাস আমার কিছু কম নেই, সহজ লভ্য হোমিওপ্যাথির মিষ্টি গুলিতে আস্থা গভীর, যদিও যোগব্যায়াম করি নি চাই অনেকে করে ভাল থাকুক। তবে অস্বিকার করতে পারব না এরা এখনো alternate medicine এর ভিতরেই আছে। যে কোন অসুখেই রোগীর সম্পূর্ণ অধিকার আছে চিকিৎসা না নেয়া তথা alternate medicine এর আওতায় থাকার। কখনও অসুখ মুক্তি ঘটেও, যে কারনেই হোক। সর্ব রোগ হারী মৃত্যতে ভরষা সর্বোপরি।
আমার মতে চিকিৎসার থেকেও ইম্পর্টেন্ট মনে হওয়া চিকিৎসা হচ্ছে। তাই অন্য চিকিৎসা অপরিহার্য্য।
No comments:
Post a Comment