ফেঁসে গেছি । উবুন্টু অথেন্টিসিটিতে ফেঁসে গেছি । বিবেক আপাততঃ উদ্ধার করে দিয়েছে।
ক্রেজি গার্লের ৫ই অক্টোবার ব্লগের প্রতিক্রিয়া
যাই হোক চকোলেট ভালবাসি। র্যাপারে ৭৫% চকোলেট আছে এমন জিনিস চেখে দেখেছি, মুখে তেঁতো স্বাদ লাগে, বুক বাজিয়ে বলতে পারি চকোলেট ভালবাসি। তবে ১০০% পিয়োর চকোলেট জিবে লাগাতে পারিনি, তাই এখনও বলি চকোলেত ভালোবাসি!
আমি যত মানুষ বা অমানুষ দের ভালোবাসি তারা আবার অনেককে ভালোবাসে। দুজনের পরস্পরের প্রতি সমান সমান যথা ১০০% to 100% বা ৭০% to 70% ইত্যাদি এমন মাপের ভালোবাসার অভিজ্ঞতা নেই বা তা আদউ সম্ভব কি না জানা নেই। বুদ্ধুরাম যতদুর বোঝে পরস্পরের ভালোবাসা অসমান রূপে রসে গন্ধে বর্ণে এবং মাপে, যদি ভালোবাসার মাপ জোপ করা যায়।
ভাগের, ভালবাসা পাওয়া ও ভালোবাসতে পারা দুটোতেই সুখ দুঃখ মিলেমিশে স্বাদু। ১০০% পিয়োর কেমন জানা নেই।
No comments:
Post a Comment