মৃত্যু
না হওয়া পর্য্যন্ত ব্যস্ত
থাকার কথা। কিছু মানুষ পারে
অ-ব্যস্ত
থাকতে। জীবনে নতুন মানুষ আনতে
অক্ষম বুদ্ধুরাম,
অর্থাৎ
ছেলে বউ মেয়ে নিয়ে নো ব্যস্ততা।
জীবিকা নিয়ে ব্যস্ত ছিল,
এখন
অখন্ড অবসর বা অ-ব্যস্ত।
অন্য
সাধারন মানুষের মতই মনে করে
কিছু নিয়ে ব্যস্ত থাকতে পারলে
বাঁচাটা সহজ হয়। প্রয়োজনীয়
 ব্যস্ততা থেকে অপ্রয়োজনীয়
 ব্যস্ততা বেশি কাম্য তার
কাছে। ১) তাই
ভাবছে ইউনিক্স ব্যবহার সুরু
বা শেখা এই বয়সে সম্ভব!
লক্ষ্য
সময় অপচয়। অন্যগুলো যেমন২)
মনে
থাকা দিবা স্বপ্ন গুলি একটা
ব্লগে ভরে ফেলার  কল্পনা । ৩)
পরিচিত
মানুষদের সাথে কথোপকথন  টেপ
করে রাখা ইত্যাদি। 
খুব
সহজেই বলা যায় মিস্টার নোবডি
অনেক স্বপ্ন দেখেন কিন্তু
মোদিজি স্বপ্নকে সফল করতে
পারেন বা আপ্রাণ চেষ্টা করেন। 
 

No comments:
Post a Comment