মানুষ অনেক এবং অনেক রকম ভাবনা । এক একজনের ভাবনা এক এক রকম আর কোন কোন ভাবনা থেকে আইডিয়া বেড়িয়ে আসতে পারে , কখনো কখনও । সঠিক বর্নন এ এক মাথার আইডিয়া আর মাথায় যায় ; নয়তো আইডিয়া খতম ওখানেই যদি না আইডিয়ার মালিক আইডিয়া মত কিছু করে ফেলে ।
নতুন কিছু আইডিয়া বিধুরামের মাথায় আসে না তবে আন্যের আইডিয়া চোলাই হয় ঢুকে পড়ে মাথায় আর মাথার মধ্যে মন্থন চলতে থাকে ।
যেমন টাকা কয় । টাকা ছাড়া জগত কানা এমনটা হয়তো নয় । সমাজের গতি সহজ করেছে টাকা । মেশিনে বল বিয়ারিং যেমন ঘর্ষণ কমায় ।
যেমন ধর্মের নামে জোচ্চুরি চলছে চলবে । পৃথিবী জুড়ে ।
No comments:
Post a Comment