আমি আত্মকেন্দ্রিক কি? তবে যখন বলি আমি আমির খোঁজে আছি, তাও কি আমি কেন্দ্রিক? যাকগে।
আবেগ বলে আমি বস্তু জগত ছাড়া সম্ভব। যুক্তি বোধ হয় বলে পদার্থ ও শক্তি ছাড়া আমির অস্তিত্ব অসম্ভব। কার যুক্তি জানা নেই তাই 'বোধ হয়' জুড়লাম।
বুদ্ধি একটা ভার্সাটাইল যন্তর। ওটা থাকলেই কাজে লাগবে এমন নয়, ব্যবহার যেমন ফল তেমন।
নিজেকে এবং অন্য জীব জগত নকল করে রোবট তৈরি হচ্ছে, করছে মানুষ । যখন নিজেকে সম্পুর্ন নকল করা সম্ভব হবে তখনো কি সেই সৃষ্টি রোবট হবে? যদি যুক্তি বলে হ্যাঁ , তবে মানুষ রোবট বিশেষ , আপত্তি কেন?
No comments:
Post a Comment