বিজ্ঞান জ্ঞান বিশেষ । বেদ শৃষ্টি হয়ে ছিল তখন জানা ছিল কম তাই অজ্ঞানতাও ছিল কম । এখন জানা এক পা এগোলে অজ্ঞানতার পরিধি অনেক বেড়ে যায় । লোকে বলে বেদে সবই আছে বা বেদের স্রষ্টারা সবই জানতেন । বুদ্ধুরামের অনুমান ওই মানুষেরা অজ্ঞানতার পরিমাপটা ধারনা করতে পারেননি । সম্ভব ছিল না। সব ধর্মের মূলে আছে বিশ্বাস, কম্যুনিজিমেরও । গণতন্ত্রে অতি বিশ্বাসীর অভাব নেই; তেনারা পূজা করেন মতামতের সর্বস্বাধীনতাতে । বুদ্ধুরাম যাকে ভোটে নির্বাচিত করে তাকে যথেষ্ট বোঝে বা জানে , এমত কদাচিৎ ঘটে, জানাটাও। এই আজেবাজে ব্লগ লিখনের সময় নিচের আমন্ত্রণ পাকা আমের মত মেলে টুপ করে নেমে এলো ।
আমন্ত্রন
চেপে রেলগাড়িতে আমাদের বাড়িতে
এসে দেখেছিলে যেটা মাঠ,
আজ এলে চমকাবে নিশ্চিত বমকাবে
সেখানেই সবুজের হাট।
লাল নটে,সাদা ডাঁটা যদি লাগে সাদামাটা
শোন তবে বলি আরও আছে,
উচ্ছে,ঝিঙের শিশু নয় তারা পিপুফিশু
দোল খায় মাচাতে মাচাতে।
বরবটি,ঢ্যাঁড়সের শেষ নেই বাহারের
সজনে ছেড়েছে ডাল-পাতা,
শুধু পেঁপে,লঙ্কাটা নিয়ে আছে শঙ্কাটা
বুঝছি না কিছু ছাতা-মাথা।
ফুটছে কুমড়ো ফুল ফল হবে নেই ভুল
বেগুনও লাইনে আছে খাড়া,
দুবেলা আকাশে চাই মেঘের দেখাটি নাই
বৃষ্টিতে পড়বেই সাড়া।
ভাবছ কি মৃদু হেসে কিম্বা একটু কেশে
বিজ্ঞাপনের বাড়াবাড়ি-
এসো এইখানেতে চোখ আর কানেতে
বিবাদ যাবেই যাবে ছাড়ি।
সুবাস
সাবাস সুবাস । আজেবাজে ব্লগ একটু কম হল ।
No comments:
Post a Comment