কাজ খুঁজুন । কাজ কিছু পেলেন ? পয়সা ছাড়া কাজ চেয়ে দেখুন । পাবেন পাবেন । বুদ্ধুরাম কাজের লোক নয় । সে সর্ব কর্মে অযোগ্য । ঠাট্ট করে লোকে বলে কাজের ঢেঁকি ; বুদ্ধু মানে বোঝে না ।
প্রায় ষাট বছর আমি আমি করে কেটে গেল , বাকি বিশ কি ত্রিশ এমনই কাটবে হয়তো । প্রশ্ন ছিল আমি কে বা কোথা ; নিরলস অবসরে আমিকে খোঁজা এক কাজ । লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার আর আমরা/আমাদের এসে যাচ্ছে । বাকি জীবনে আমিকে পাবে ? আশা নাই । লোকে বলে হাতী ঘোড়া গেল তল মশা বলে কত জল ? তবু বিজ্ঞান-মনষ্কতায় আমি খোঁজ চলছে চলবে । বিজ্ঞানে অজ্ঞান , জ্ঞান বুদ্ধি অভাবী , আমি খোঁজার হাতিয়ার কোথায় ? নাই বা পেল , কাজ তো পেলো ! অন্যে কে কি পেলো তাই খুঁজে জীবন কাবার ।
No comments:
Post a Comment