যার শরীর থেকে আর একটা শরীর হয় না তাকে  বাঁজা বলা হয়। বন্ধ্যাও বলা হয় মহিলা দের যদিও মানে মনে হয় এক নয়। শুক্র হীন মানুষ কে বা শৃষ্টিশীলতার অভাবীকে কি বলা হয়? আর বুদ্ধুরাম তো ব্লগ লেখার নাম কর জঞ্জাল ভড়িয়ে দিল। তার সুনাম করতে হলে বলা যায় খরচ করে বই ছাপার বাতিক ওর নেই। এই রক্ষে। 
সৃষ্টি হবে শৃষ্টি লিখেছি ভ্রম বটে।
সৃষ্টি হবে শৃষ্টি লিখেছি ভ্রম বটে।
 

No comments:
Post a Comment