মস্তিষ্ক মানে কোষ সমষ্টি। মস্তিষ্ক মনে হয় প্যারালাল কম্পিউটিং; মস্তিষ্ক এ
একাধিক কম্পিউটার থাকে । বিবর্তন বাদ মান বা না মান, মস্তিষ্কে কয়কটি স্তর। মস্তিষ্কের কারণেই
মন এবং বুদ্ধি। আবার মন মস্তিষ্ককে বোঝার চেষ্টা করছে। মন দিয়ে মস্তিষ্ককে
প্রভাবিত করা কি সম্ভব? কিছুটা। এবং মস্তিষ্কের মাধ্যমে দেহের কার্জ কলাপ।
কুরজুয়ালের সিংগুলা-রিটি ব্যাপারটা বন্ধু তরুণের কাছে তুলতেই হই হই করে উড়িয়ে
দিল। বক্তব্য ‘মেশিনের বুদ্ধি হয় না’। তরুণের বিশ্বাস সে প্রবল যুক্তি বাদী। পশ্চিম বংগের
বামদলের লোক নয় সে। কিন্তু কম্যুনিজমের অযৌক্তিক যুক্তিবাদ এর কথা মনে করিয়ে দেয়
তার হাব ভাব।
No comments:
Post a Comment