এসো বন্ধু আমার প্রাণে, ধরতে পেলে মন বেড়ি দিতেম তোমার পায়ে।
Switch-
বুদ্ধুর আত্মা বা পরমাত্মা নেই, ভগবান বা দেব দেবী নেই, তাই এনাদের বশীকরণের মন্ত্র নেই, পরকাল নেই, স্বর্গ নরক নেই, এসব নেই বিশ্বাস, জানাত কিছুই নেই। যাদের আছে তাদেরও বিশ্বাস, জানার কিছুই নেই। আধ্যাত্মিকতা এক ভৌতিক ব্যাপার। তাই ভৌত বিজ্ঞান চর্চা অতি অবশ্য কর্তব্য। রসায়ন ও জীব বিজ্ঞান চর্চাও আবশ্যক বটে।
অপ্রাসঙ্গিক। আজেবাজে ব্লগ লেখাটা অভ্যাসে এসে গেছে; অপাঠ্য ব্লগ কেউ পড়ে না। এই জঞ্জাল হয়তো মুছে দেওয়া যাবে একদিন। কিন্তুক অনেক অনেক অপ্রয়োজনীয় বস্তু বা সেবা কেনা বেচা হয় বহু মূল্য খরচ করে। যুবক যুবতীরা অনেক অনেক পয়সা খরচ করে দামী পোশাক গয়না প্রসাধনে; হায়, তারা এমনিতেই কত সুন্দর, ভুলে যায় বিজ্ঞাপনের তোড়ে। বয়স্ক বা বুড়োদের ব্যভারের যথেষ্ট কারণ আছে। নয়তো ষাটোর্ধ শোভা দে-বীর রেম্প আলো করা কি সম্ভব হতো?
Swtch
এসো, পুরানো ব্লগে তোমাকে কি লিখেছিলাম দেখাই। আগে তো দেখাতে পারিনি।

No comments:
Post a Comment