মন যে করে উড়ুউড়ু ----। ফুটান গানটা করবেই। সত্যি কথা আমারো মনটা যেন এমনি হয়। কোন ওয়ন্ডারল্যান্ডে নিয়ে পালাতে পারতাম; লিউইস ক্যারল, সুকুমার রায় , এদের এক সহস্রাংশ প্রতীভা পেলেও চেষ্টা করা যেতো। একটা দাদু – ঠাকুমার ঝুলি নে গেলে কেমন হয়? নাঃ এ সবের বয়স ওর হয় নি। ওর সঙ্গে খেলা করার পদ্ধতি, অন্ততঃ ৫৫ বছর কমাতে হয়, বাঘ ভাল্লুক হতে পারলে ভাল।
সেদিন রাত দুটোয় ঝড় বৃষ্টিতে ঘুম ভাঙ্গায়, বন্ধু কুমকুমকে এসেমেস মেরেই আবার ঘুম। ১৫ ঘন্টা পরে পালটা ফোন পেয়ে কি আনন্দ! মন যে করে উড়ুউড়ু। বয়স কতটা কমাতে হলো?
No comments:
Post a Comment