বিজ্ঞান অর্থে বিশেষ জ্ঞান। বিজ্ঞ অর্থাৎ বিশিষ্ট জ্ঞানী। বিজ্ঞানিক বা বৈজ্ঞানীক কি মানে? বিজ্ঞানমনষ্ক হোতেও পারেন একজন বিজ্ঞানি, আবার প্রবল বিশ্বাসী হওয়া আশ্চর্য্য নয়। বিজ্ঞান চর্চা এক, দৈনন্দিন বিজ্ঞানমনষ্ক থাকা অলগ বাত। তবে কির্তী যাঁহার কীর্ত্তি তিনি যথেষ্ট অজ্ঞ।
বুধুরামের গাড়ী নেই, তবে গাড়ী চড়ে, ভোগ করে তাই ভোক্তা। তেমনি মাছ খায়, জামা প্যান্ট পরে, কাগজ কিনে পড়ে। ডাক্তারের কাছেও যায় ফি দিয়ে। স্টলে গিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বেছে নেয়, ভালো সুতির কাপড় চায়, কাতলা মাছের পেটি কেটে দিতে বলে। ডাক্তারের কাছে কি কি চাওয়া যায়? লম্বি উমোর, সূস্থ্য সময়, কষ্ট লাঘব, প্রিভেন্টিব মেডিসিন্স ইত্যাদি। আজকাল রোগা/মোটা অর্ডার দিয়ে হওয়া যায়। লম্বা হওয়া আর অনেক বুদ্ধির জন্যেও ডাক্তারের কাছে যাওয়া যায় শোনা কথা। রুপ চর্চার ব্যবসাতেও ডাক্তারদের পশার বড়সড়ো। দুঃখের কথা নিজের ডেথ সার্টিফিকেট ডাক্তার বাবু/দিদিমনির কাছে চাওয়া যায় না। মানুষ সব কিছু নিজের আওতায় আনতে চেষ্টা করে, শেষোক্ত ব্যপারটা সম্ভব করার আইনের গ্রাহক কম মনে হয়। কেনো?
No comments:
Post a Comment