ভূটান যাওয়া হবে, মোটা মুটি ঠিকঠাক। বেড়াতে যাওয়া। কেনো?
একা যেতাম না। অন্যরা যাচ্ছে তাই। ভূটান কেনো?
আগে যাই নি, সুন্দর জায়গা, শুনেছি পড়েছি। খুব গরীব দেশ আর দেশের মানুষ, তাই না?
ডলারের অঙ্কে বা ভোগ সামগ্রীতে, হঁআ।। কিন্তু মনের দিকে?
সেটাই দেখার, ওদের রাজা অন্য কথা তুলেছেন। অদের রাজাটা নতুন, রকম । জনতাকে ক্ষমতার ভাগ দেতে চান । গনতন্ত্র প্রতিষ্ঠায় ব্রতী।
ভারতে গনতন্ত্র । অধিকার ও দায়িত্ব । মত প্রকাশের স্বাধীনতা ওতঃপ্রোত । জনসাধারনের দায়িত্ব বোধ কেমনে আসে ?ভুটানের রাজা কেমনে জানান ? গেলে জানার চেষ্টা করিব ।
No comments:
Post a Comment